দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
১২ ফেরুয়ারি বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় শহরের আমলাপাড়াস্থ কলেজে পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরন করে নেন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
কলেজ পরিদর্শনের সময় আইন কলেজের শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। এসময় শিক্ষার্থীরা কলেজের ভবন সংস্কার, কলেজে পানির ব্যবস্থা, নতুন টয়লেট স্থাপন সহ কলেজ এলাকায় মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাংদের উৎপাত বন্ধের অনুরোধ জানান শিক্ষার্থীরা।
আইন কলেজের শিক্ষার্থীদের কলেজের ভবন সংস্কার সহ বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে সকালে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তার প্রেক্ষিতে সন্ধ্যায় কলেজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক।
এসময় পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি। এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড.মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, প্রভাষক (খন্ডকালীন) এড.মোহাম্মদ সালাহ উদ্দিন ভূঁইয়া, এড.মিনহাজুল ইসলাম ভূঁইয়া, এড.মোহাম্মদ রাসেল প্রধান, এড.আবু রায়হান, ম্যানেজিং কমিটির সদস্য এড.আবু আল ইউসুফ খান টিপু প্রমূখ।