দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রাতে থানা পুলিশের অভিযানে আটক ৫ জুয়ারীকে দিনের আলোতে থানা থেকে ছাড়িয়ে নেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি মো.আমির হোসেনের নেতৃত্বে কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১৩ জানুয়ারী দুপুর আড়াইটায় জুয়ারী মোজাম্মেলসহ সঙ্গীয় ৫ জনকে ছাড়িয়ে নিয়ে যান কৃষকদলের সভাপতি আমির হোসেন।
সুত্রে জানা যায় যে,বুধবার রাতে কাশিপুরের নরসিংপুর এলাকা হতে জুয়া খেলার সময় জুয়ারী মোজাম্মেল,প্রান্তসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.আশিকুর রহমান। বৃহস্পতিবার সকাল থেকে থানায় আটক জুয়ারীদের স্বজনরা তাদেরকে ছাড়িয়ে নিতে আসেন থানার সামনে।
পরে দুপুর ১টা নাগাদ ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দরা থানার সামনে জড়ো হয়। পরে তারা ভেতরে প্রবেশ করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো.আনোয়ার হোসেনের সাথে কথা বলে মুচলেকার থানায় নিয়ে আসা ৫ জুয়ারীকে মুচলেকার মাধ্যমে ছাড়িয়ে নেন আমির হোসেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.আশিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান,আটককৃত জুয়ারীদেরকে ছাড়িয়ে নিতে বিভিন্ন নেতারা থানায় আসেন এবং তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড না করার মুচলেকার মাধ্যমে ছাড়িয়ে নেন নেতারা।
এ বিষয়ে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি মো.আমির হোসেনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভাই কে বললো আমার কথা। আমি নিজেই তো প্যারায় আছি। আমি তো থানায় যাইনি।