দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে, সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সোনারগাঁ পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২), আড়াইহাজারের বগাদী এলাকার খাইরুদ্দিন ইমন (২৪), কল্যানদি এলাকার রিফাত হাসান (২০), কামরাঙ্গীরচর এলাকার হোসাইন গাজী (২১), বাগাদি এলাকার সোহাগ (২২),
বগাদি কান্দাপাড়া এলাকার মোসাদ্দেক হোসেন (২৪), সোনারামপুর এলাকার জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের লিটন (৩২), জগনাথপুর এলাকার কামাল উদ্দিন (৫০), বাঞ্ছারামপুরের মাহাবুব হাসান (৩৮), রাসেল (২৪), নারায়ণগঞ্জ সদরের নতুন পালপাড়া এলাকার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২),
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্য নুর হোসেন (২৫), মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রুপগঞ্জ যুবলীগের সক্রিয় কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুণ অর রশীদ (৪৪)।
বাকী আসামিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২০জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।