দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে বি,আই,ডব্লিউ,টিএ’র কার্যালয় ঘেড়াও ও নির্মানাধীন বি,আই,ডব্লিউ,টিএ’র ভবনের কাজ বন্ধ করে দিয়েছে শহরের বৃহত্তর মৎস্য আড়ৎদার ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ নগরীর ৩নং মাছঘাট এ কর্মসূচি পালন করা হয়।
দূর্নীতিবাজ ও প্রতারক (পিডি) আইয়ূব আলীর বিচার ও শাস্তির দাবি এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেড নির্মানের ৭দিনের আল্টিমেটাম দিয়ে নারায়ণগঞ্জ এর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।
৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ীরা এ সময় বলেন, আমাদের ন্যায্য দাবি প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমাদের সেডের নির্মাণ কাজ ৭ দিনের মধ্যে শুরু করার কথা থাকলেও নারায়ণগঞ্জ বি,আই,ডব্লিউ,টি,এ কতৃপক্ষ আমাদের লীজকৃত জমিতে পূর্ণবাসনের মাধ্যমে সেড নির্মান না করে তারা বি,আই,ডব্লিউ,টি,এর নতুন ভবনের প্রকল্পের কাজ চলমান রেখেছে। সেটির কাজ প্রায় সমাপ্তির দিকে। কিন্তুু আমাদের প্রতিশ্রুতি দেওয়া সেড নির্মান কাজ শুরুই হয়নি। সে জন্য আমরা তাদের ভবন নির্মান কাজ বন্ধ করে দিয়েছি। দুইশত বছরের ঐতিহ্যবাই এই মাছ ঘাটটি শত শত মাছ ব্যাসায়ীরা এই ঘাটে তাদের ব্যাবসা পরিচালনা করে আসছে।
এ সময় নারায়ণগঞ্জ ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ফয়সাল আহমেদ জানান, আমাদের ২শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাছ ঘাটটির সেড নির্মান কাজটি বিশ্ব ব্যাংকের সহায়তায় করে দেওয়ার কথা। বিগত কিছুদিন পূর্বে বি,আই,ডব্লিউ,টি,ই,এ কতৃপক্ষ এবং অন্তবর্তীকালিন সরকাদের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন খান বলেছিলেন আগামী এক মাসের মধ্যে সেড নির্মান করে দিবে।
কিন্তু আশ্বাস দিয়েই যাচ্ছেন কাজ চান নয়। তাই ৭দিনের আল্টিমেটাম দিয়েছি যদি আশ্বাস দিয়ে কাজ না হয় ২০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মাছঘাট আমরা বন্ধ করে দেব তাহলে সরকার হারাবে অনেক রাজস্ব। এবং কঠোর থেকে কঠোরতর আন্দোলনে জাব।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (রেজিঃ-২১৫) এর সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন সনি, সহ-সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান, কোষাদক্ষ মো: আব্দুর রশিদ, কার্যকরী সদস্য মো: সিদ্দিকুর রহমান সুমন, মো: শুক্কুর আলী, রব মিয়া, নারায়ণ দাস সহ ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সকল আড়ৎদারবৃন্দ।