দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে রাজউকের পরিকল্পনাভুক্ত গোদনাইল মৌজাস্থিত সুপার ষ্টার ফ্যাক্টরী সংলগ্ন ভুইয়াপাড়া এলাকায় রাজউকের অনুমতি ব্যতিত দুইতলা ভবন নির্মান কাজ করছেন দিল মোহাম্মদ রমিজ। অবৈধভাবে নির্মিত এ কাজ বন্ধের জন্য কারন দর্শানোর জন্য নোটিশ করা হলেও তার কোন জবাব দেননি রমিজ।
স্থানীয়রা জানান, প্রবাসী দিল মোহাম্মদ রমিজের বাড়িতে তার ভাইসহ কয়েকটি ভাড়াটিয়া পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। অত্যন্ত ঝুকিপুর্ন এ ভবনটি ইতিপুর্বে রাজউক কর্তৃপক্ষ ভাঙ্গতে নির্দেশ দেয়া হলেও প্রবাসী দিল মোহাম্মদ রমিজ তার কিছু পালিত বাহিনীর মাধ্যমে ভাঙ্গা তো দুরের কথা উল্টো ঝুকিপুর্ন ভবনের উপরের অংশে টিনশেড দিয়ে বাড়ানো হচ্ছে যা পুর্বের চেয়ে আরো বেশী ঝুকিপুর্ন হয়ে দাড়িয়েছে।
যার ফলে উক্ত বাড়িতে বসবাসকারী প্রতিটি মানুষের জীবনটুকু ঝুকির মুখে রয়েছে। এ বিষয়ে রাজউক থেকে নোটিশ করা হলেও তার কোন সদুত্তর দেয়নি রমিজ। রমিজের সেই বাড়িতে টিনশেড রুমে তার বৃদ্ধা মা,দুই ভাই পরিবার নিয়ে বসবাস করছেন। যেকোন সময়ে ভবনটি ভেঙ্গে পড়ে ব্যাপক হতাহতের আশংকা রয়েছে সেই বাড়িটি ঘিরে।
এ বিষয়ে রাজউকের নোটিশে দেয়া ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (তৎসংশোধনীসহ) এবং ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা-২০০৮ লংঘন করে রাজউক থেকে নকশা অনুমোদন না নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে উল্লিখিত প্লট/হোল্ডিং-এ ইমারতের নির্মাণ কাজ করছেন, যা ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর সুষ্পষ্ট লংঘন এবং উক্ত আইনের প্রতি অশ্রদ্ধার সামীল।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ব্যতিরেকে ইমারত নির্মাণের কাজ করায় উল্লিখিত অবৈধ নির্মাণাধীন ইমারত আগামী ৭ কর্মদিবসের মধ্যে ভেঙ্গে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (তৎসংশোধনীসহ) এর ৭ ধারা অনুযায়ী রাজউক কর্তৃক ইমারতটি ভেঙ্গে অপসারণ করা হবে এবং অপসারণ বাবদ যারতীয় ব্যয় আপনার নিকট থেকে আদায় করা হবে।