দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ অমর একুশে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দল নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ফুল দিয়ে শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নব গঠিত কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাহার ও সদস্য সচিব মোহাম্মদ সেলিমসহ অন্য নেতৃবৃন্দ।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওর্য়াড নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর খানপুর মেট্রো হল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে।
পরে সংগঠনটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাহার ও সদস্য সচিব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এর আগে সংগঠনটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাহার ও সদস্য সচিব মোহাম্মদ সেলিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ৫২ এর ভাষা আন্দোলন হয়েছে বলে আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। আমাদের মাতৃভাষা ছিনিয়ে আনতে গিয়ে সালাম, বরকত, জব্বার সহ অনেক শহিদ তাদের বুকের তাঁজা রক্ত দিয়েছে।
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দল নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানাছি। পাশাপাশি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তাদের যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন।