দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির এজিএস এবং ঢাকার নির্বাচিত সমন্বয়ক ইমরুল কায়েস পলাশ নারায়ণগঞ্জ রেলওয়ে পরিদর্শনে আসেন।
শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে এজিএস ইমরুল কায়েস পলাশ পরিদর্শনে আসেন।
এসময় ইমরুল কায়েস পলাশ বলেন, গত ৫ আগষ্টের ছাত্র-জনতার অভূত্থানে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর রেলওেয়ের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীদে ন্যায্য দাবী এবং তাদের অধিকার বাস্তবায়ন আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল তাদের অবদান রাখবে। আপনারা দেখেছেন গত ২৮ তারিখ বাংলাদেশ রেলওয়েতে বড় একটি আন্দোলন সংগঠিত হয়েছে। সেটা একটা ফলপ্রসূ আন্দোলনে পরিণত হয়েছে।
কয়েকদিন পূর্বে আমরা একটি সভা করেছিলাম সেখানে প্রকৌশল বিভাগ সহ রেলওয়ের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সুবিধা-অসুবিধার ব্যাপারে কথা হয়েছে। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে নির্ধারিত সময় ঘন্টা, নিরাপত্তা সহ সকল সুযোগ-সুবিধা আদায় করা সম্ভব।
তিনি আরও বলেন, আপনি আমি যে ধর্মেরই হই না কেনো আমরা সবাই শ্রমিক। সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করবো। সেই সাথে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আরো প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এছাড়াও রেলওয়ের ব্যাপারে যে কালিমা রয়েছে সেটা মুছতে কাজ করতে হবে। আমি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
জেলার সভাপতি মুজিবুর রহমান বলেন, গত ৫ আগষ্টের পর এই প্রথম কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ রেলওয়ে পরিদর্শনে আসলেন। ওনার কাছে আমাদের দাবী তিনি যেন বর্তমান নারায়ণগঞ্জ রেলওয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। আমরা সবসময় পলাশ ভাইয়ের সাথে থেকে রেলওয়ের উন্নতিকল্পে কাজ করে যেতে চাই।
রেলওয়ে শ্রমিক দল নারায়ণগঞ্জ শাখার সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, স্টেশন মাষ্টার কামরুল ইসলাম, মোঃ মিলন, সিরাজুল ইসলাম, সোহাগ মাহমুদ সুমন, সাদ্দাম হোসেন সহ প্রমুখ।