দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ডে সুবিধা বঞ্চিত অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় নগরীর ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বরকতউল্লাহ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও সিনিয়র আইনজীবী এ্যাড. রফিক আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ মুজিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. রফিক আহম্মেদ বলেন, গত ১৬টি বছর ঠিক মত আইনি লড়াই করতে পারিনি, বাড়ি থেকে বের হলে ভয় করতো। কখন আওয়ামী লীগের পুলিশ বাহিনী মিথ্যা মামলায় গ্রেফতার করে।বিএনপির কর্মসূচিতে গ্রেফতার আতংকে নেতাকর্মীদের দেখা যেতো না, ব্যানার ধরার লোক ছিলো না। কিন্তু ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর নব্য বিএনপি নেতাদের আনাগোনা বেড়ে গেছে।এখন আমরা ব্যানারের সামনে দাঁড়াতে পারিনা।
তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজী, টেন্ডারবাজী, ঝুটসেক্টর দখল করে ফায়দা হাসিল করছে। আর সব দোষ বিএনপির উপরে পরছে। সেই দিন বেশি দূরে নাই, আপনারাও পালাবার পথ খুঁজে পাবেন না।আপনাদের সকল অপকর্মের তালিকা হচ্ছে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে, গণমাধ্যমকর্মীরা আপনাদের তথ্য তারেক জিয়ার কাছে পৌছে দিচ্ছে। তারা বিএনপি করে না, তারা দেশ ও দেশের মানুষকে ভালোবেসে দায়িত্ব পালন করছে।
প্রধান বক্তা হিসেবে ডাঃ মজিবুর রহমান বলেন, আজকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও এ্যাড.আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সাংগঠনিক ভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সুবিধা্বাদীরা দলে ভীরে নানা অপকর্ম করে বিএনপির বদনাম করছে। এরা কখনোই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলোনা।
এরা সবাই আওয়ামীলীগের আমলে তাদের সাথে আতাত করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করে নিজেদের ফায়দা লুটেছে। আবার ৫ আগষ্টের পর তাদের বেশভূষা পরিবর্তন করে বিএনপির নাম বিক্রি করে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এখনই সময় এই সকল আওয়ামী লীগের দোসরদের রুখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা রাজ্জাক মিয়া, ইছাউদ্দিন ইসহাক, বিএনপি নেতা দিপু, হৃদয়, সোহাগ, টিটু, আওলাদ, মমতাজ, নয়ন খান, শাহজালাল, হৃদয়, তাওলাদ হোসেন, মহানগর যুবদল নেতা মানিক বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণ পূর্বে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দারুস সালাম এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইমরান হোসেন।