দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ জেলায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত হয়েছে।
২৬ শে মার্চ বুধবার দিবসটি উপলক্ষে এবছর একটু ভিন্ন আঙ্গিকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত।
সকাল থেকেই জেলায় সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করে।
স্বাধীনতা দিবসে রাজনৈতিক দলগুলো ছিলো রাজপথে সরব। নানা ব্যানারে কর্মী-সমর্থক নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে দেখা গেছে বিভিন্ন দলের আনন্দ মিছিল-র্যালী।
২৬ শে মার্চ ভোর থেকেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন একে একে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷পরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ বাহিনীর সদস্যরা৷
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের বিদ্রোহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।