দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বাদ আছর দেওভোগ আখড়া জামে মসজিদ সংলগ্ন জান্নাত কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রোটারিয়ান দিদার খন্দকার।
ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলমান সহ সকল মৃতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিভার সিটির প্রেসিডেন্ট মশিউর রহমান শাকিল, চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, পাস্ট প্রেসিডেন্ট শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. ধনঞ্জয় গুহ জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, বিএনপি নেতা মিনহাজ মিঠু, শাহিন, মামুন, শাহজাদা মুন্নি, আবু ওমর সিদ্দিক নুর, রিশাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।