দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মোবাইলে ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে দুই কিশোর মাশরুর হাসান চৌধুরী ও অয়ন চৌধুরী আহাদ এর কাছে থাকা ছুরির আঘাতে রায়হান নামে অপর কিশোরকে গুরুতর রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জালকুড়ি উত্তরপাড়া এলাকার সুদু মিয়ার ছেলে মো.কামাল হোসেন উক্ত দুই কিশোরের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করিলে ঘটনার তদন্ত শেষে মামলা গ্রহন করেছে থানা পুলিশ।
অভিযোগ ও মামলার এজাহারও জানা যায় যে, গত ৬ মার্চ রাত সাড়ে ৮টায় কামাল হোসেনের স্কুল পড়–য়া ছেলে রায়হানের সাথে বিবাদীদ্বয়ের সহিত মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেইমস খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া তর্ক-বিতর্কের শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জালকুড়ি সিকদার পুল এলাকার স্বপন চৌধুরী ছেলে মাশরুর হাসান চৌধুরী ও মোহাম্মদ চৌধুরীর ছেলে অয়ন চৌধুরী আহাদ বিবাদীদ্বয় উত্তেজিত হইয়া উঠে এবং আমার ছেলেসহ তাহার দুই বন্ধুকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে শুরু করে।
আমার ছেলে ও তাহার দুই বন্ধু বিবাদীদ্বয়কে গালিগালাজ করিতে না করিলে বিবাদীদ্বয় আরো ক্ষিপ্ত আমার ছেলে ও তাহার বন্ধুদেরকে আঘাত করিতে থাকিলে ১ ও ২নং বিবাদীর হাতে থাকা ছুরি দিয়ে আমার ছেলের পেটের বাম পাশে গুরুত্বর কাটা রক্তাক্ত জখন হয়। আমার ছেলের বন্ধু মোঃ রোজান প্রধান (১৫) এর ডান হাতে ও পিঠে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয় এবং আমার ছেলের বন্ধু মোঃ সাইফুল ইসলাম (১৩) এর বাম হাতে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়।
আমার ছেলে ও তাহার বন্ধুদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীদ্বয় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল হইতে দৌড়াইয়া পালাইয়া যাওয়ার সময় জনগণ কর্তৃক বিবাদীদের ধৃত করা হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল হইতে আমার ছেলে ও তাহার বন্ধুদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হইয়াছে।