দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা বেপারী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রুমি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর), জাহাঙ্গীর আলম, তাইজুল ইসলাম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, শাফির উদ্দিন মজনু, আতাউর রহমান, আব্দুর রউফ, মোসলে উদ্দিন, ২ নম্বর সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার, আব্দুর রহমান সরকার, আলমগীর মেম্বার, আবুবকর সিদ্দিক সহজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতারা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করেন এবং আসন্ন শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানান।