দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সরদারের নির্দেশে ও বিএনপি নেতা হানিফ সরদারের সার্বিক তত্ত্ববধায়নে নাসিক ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদারের উদ্যোগে ঢাকায় অবস্থান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬মে) দলীয় নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় হিরা সরদার। পরে ঢাকাস্থ নৌবাহিনীর হেডকোয়াটারের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হিরা সরদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গনতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় এখন বাঙ্গালী জাতি, তিনি সর্বস্থরের জনপ্রিয় একজন নেত্রী। কারন তিনি এই দেশের মানুষের স্বার্থে কোন অন্যায়ের সাথে আপোষ করননি। আপোষ না করার অপরাধে বিনা বিচারে এই বয়সেও তিনি কারাগারে ছিলেন।
১/১১ এর সময় তিনি দেশের স্বার্থে তার সিদ্ধানে ছিলেন অটল ঠিক একই ভাবে স্বৈরাচারী হাসিনা সরকারের সাথে কোন আপোষ করেননি। তাই দেশের সর্বস্থরের মানুষ তাকে আপোষহীন নেত্রী বলে সম্মান করে। আজকে আমাদের সেই নেত্রী চিকিৎসা শেষে দেশে ফিরছেন। তাই দলমত নির্বিশেষে সর্বস্থরের জনগণ ঢাকার বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে। আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাকে যেন দীর্ঘায়ু দান করেন।