দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাফিজুর রহমান দিগন্ত।
এছারাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নার্সিং সুপারভাইজার,ওয়ার্ড ইনচার্জসহ নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদেরকে তাদের কাজে উৎসাহ দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী দিবসটি উপলক্ষে নার্সদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থী রোগীদের জন্য সেবা প্রদানের সর্বোচ্চ প্রয়াস নিশ্চিত করার লক্ষ্যে ভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।