দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও পিরোজপুর ইউনিয়নের পৃথক দুই এলাকা থেকে দুই অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে কাঁচপুর ললাটিরচর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়া চর মহাসড়ক থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরো জানান কাঁচপুর ললাটি স্ট্যান্ড থেকে যে যুবকটির লাশ উদ্ধার করা হয় সে যুবকটিকে কে বা কার হত্যা করে রাস্তায় ফিরে যায়। অপরদিকে পিরোজপুর এলাকা থেকে যে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।