দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলায় গ্যাস সরবরাহব্যবস্থায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা।
তিনি জানান, টাই-ইন কাজ সম্পাদনের লক্ষ্যে সোনারগাঁও ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর ৮ ইঞ্চি ব্যাসের ৫০ পিএসআইজি ইনলেট ভালভ বন্ধ রাখা হবে। ফলে পুরো সোনারগাঁও এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন।