দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডস্থ মাসদাইর গুদারাঘাট এলাকায় আপন ছোট ভাই, দুই বোন ও তাদের ঘর জামাইরা অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে আপন মেজো ভাই শফিক ও তার পরিবারকে। ইতিমধ্যেই পৈত্রিক সম্পত্তি থেকে বেদখল করার অভিযোগে ভাই বোনদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক জিডি ও আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, চলতি বছরের গত ২৮ মে আদালতের নির্দেশনা অমান্য করে তার আপন বোন, ভাই ও বোনজামাতারা সহ অজ্ঞাতনামা সন্ত্রসী প্রকৃতির লোকদের নিয়ে তার পৈত্রিক সম্পদ বসবাসরত ফ্লাটে গিয়ে প্রাণ নাশের হুমকী সহ পরিবারে থাকা স্ত্রী ও দুই কন্যা সন্তানদের জোড়পুর্বক বাড়ি থেকে বের করে দিয়ে ফ্লাটটিতে তালা বদ্ধ করে দেয়।
ঠিক একই কায়দায় গত ১ জুন দুপুর ১ টায় পুনরায় তার ফ্লাটে গিয়ে আলমারীতে থাকা রক্ষিত জমির বায়না করার ৫ লক্ষ টাকা, ৫/৬ ভরি স্বর্ণালংকার যার মূল্য ৯ লক্ষ টাকা, একটি এনড্রয়েট মোবাইল মূল্য ২০ হাজার টাকা, ফ্রিজ টিভি যার মূল্য ১ লক্ষ টাকা, মালামাল বাড়ির বাহিরে খোলা স্থানে দামী দামী মালামাল ফেলে রাখে যার মূল্য ২ দুই লক্ষ টাকা।
এছাড়াও ড্রয়ার ভেঙ্গে বাড়ির দলিল পত্র ও চেক বই নিয়ে যায়। পাশাপাশি ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে এতে করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর এই সকল ঘটনা বাড়িতে থাকা সিসি ক্যামেরায় প্রমান রয়েছে।
তাদের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোড়পুর্বক বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার স্ত্রী হাসিনা ইয়াছমিন ও বড় মেয়ে তাহাছিনা ইসলাম ৮ শ্রেনীতে পড়ে, ছোট মেয়ে তোওছিয়া ইসলাম ৭ম শ্রেনীতে পড়ে। এমতো অবস্থায় আমি বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়িতে থেকে কয়েক দিন রাত্রী যাপন করি।
পরে কোন উপায়ান্ত না দেখে সবাইকে নিয়ে বন্দরস্থ আমার শশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি। খুব কষ্টে শশুরবাড়ির লোকজনদের সাথে দিনযাপন করছি। আমি আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। এখন আমার পৌত্তিক সম্পত্তি দেখতে যাওয়াতো ধুরের কথা এলাকায় প্রবেশ করতে পারছি না। কারন তাদের ভাড়াটে সন্ত্রাসীরা আমাকে নানা ভাবে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে, এবং আমাকে পেলে প্রাণে মেড়ে ফেলার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, আমরা ৪ ভাই ও দুই বোনের মধ্যে আমি মেজো ইতিপূর্বে তারা সম্পত্তি ও টাকার জন্য বড় ভাই মরহুম রফিকুল ইসলামকে হত্যা করেছে। এবিষয় ফতুল্লা থানায় একটি জিডি করা হয়েছে, নিহতের ময়নাতদন্তের রির্পোটের উপরে মামলার কার্যক্রম চলমান হবে। আমার বড় ভাইয়ে ১২ লক্ষ টাকা ও তার প্রাপ্য পৈত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে। তিনি বিয়ে না করায় এই সুযোগ তারা কাজে লাগিয়েছে এছাড়াও আমার বাবার মৃত্যুর পর তার ব্যাংকে থাকা ৬০ লক্ষ টাকাও তারা নিজেদের করে নিয়েছেন। এখন আমার সম্পত্তির উপর তাদের নজর পড়েছে।
ভুক্তভোগী শফিকুল ইসলাম আরও জানান, আমরা ৪ ভাইয়ের মধ্যে গত বছরের ২২ নভেম্বর বড় ভাই রফিককে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এর পরে তাদের টার্গেট আমাকে হত্যা করবে। আর আমার ছোট সেজো ভাই শহিদ আর ছোট বোন কুলসুম ইন্ধোন দিয়ে বোন বিলকিছকে পরিচালনা করছে আর তাদের সাথে আছে দুই ঘরজামাই বোন জামাতা রয়েছে। আর ভাইয়ের মধ্যে সবার ছোট আতিক তাদের এই অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ছোট ভাই আতিক চায় আমরা সব ভাই বোন এক সাথে মিলে মিশে থাকি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ সে করেছে। কিন্তু এই দুষ্টু ভাই বোনদের সাথে সে পেরে উঠে না।