দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর রাজস্ব সার্কেল এর (ভূমি) সহকারী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।
এছাড়াও অভিযানে সহযোগিতা করেন, সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা ধার্য ও আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে যে,পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন এবং তাদের এই শব্দদূষণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।