দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সাপের কামড়ে মোঃ শাকিল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় বাড়ী ফেরার পথে ঝোপ থেকে এসে এক সাপ তাকে ছোবল মারে পরে সাপের কামড়ের বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে পায়ের মধ্যে বাঁধ দেয়া।
কিছুক্ষণ পর স্থানীয় কবিরাজি চিকিৎসার কথা বলে পায়ে বাঁধ খুলে দিলে,অল্প সময়ের ব্যবধানে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়লে,তার জ্বালাপোড়া ও ছটফট বেড়ে যায়। পরে তার পরিবারের লোকজন মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড় টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।