দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ডাকা অবৈধ হরতালের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে নেতাকর্মীরা।
রবিবার ২০ জুলাই বিকেল ৩ টায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিলটি বন্দর বাসষ্ট্যান্ড হতে শাহীমসজিদ,ছালেহনগর, বাড়ইপাড়া, বন্দর কেন্দ্রীয় শহিদ মিনার, মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর খেয়াঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে স্কুল ঘাটে পথ সভার মাধ্যমে শেষ হয়।
পরে বন্দর স্কুল ঘাটের সামনে এসে নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন পিংকি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল প্রধান।
এ সময় বক্তারা বলেন,স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বন্দরে সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদের কোনোভাবেই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বিভিন্ন মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো: রাসেল,মো: নাদিম,খোকন প্রধান,মো: দেলোয়ার,মো: নাদিম,বিল্লু মিয়া,মো: হৃদয় সরকার,মো: মামুন,আমির,আকরাম,রমজান,সাকিল,মো: নাজমুল,মো: রাসেল প্রমূখ।