দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা, তাই হাতে কলমে কাজ করার সময় এখন চলে এসেছে। বিশ্ব ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছেযে প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক শিখতে হবে।
সোমবার ৭ জুলাই দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এসএসসি ভোকেশনাল, স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-শিক্ষক, অভিভাবক, শ্রমিক সহ সকলের অংশগ্রহণে নুতন বাংলাদেশ গড়ে তুলেছে, এদেশের নতুন প্রজন্ম। বর্তমান রাষ্ট্রের চাওয়া, প্রতিটি শিক্ষার্থীই যেনো কারিগরি দক্ষতা গ্রহণ করে দেশের সম্পদে পরিনত হয়।
বক্তব্যের পূর্বে তিনি মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ এবং মাদ্রাসার পুকুরে পোনা অবমুক্ত করেন। অতঃপর জামাল উদ্দিন এর বাংলো বাড়ি পরিদর্শন করেন। পরিশেষে নাজিম উদ্দিন ভুইয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শন শেষে শিল্পপতি জামাল উদ্দিন এর মালিকানাধীন জাহিন নীটওয়্যার্স লিমিটেড এবং জামাল উদ্দিন টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউয়ূম, বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত।