দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলাসহ ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার মৃত রনী মিয়ার স্ত্রী মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সিমু রানী (২৩) ও একই থানার একরামপুর ইস্পাহানী এলাকার দুলাল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোহাম্মদ হোসেন (২০)।
ধৃতদের রোববার (২০ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (১৯ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।