দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বন্দর থানা শাখার আওতাধীন ৯টি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) বন্দর উপজেলার ধামগড় ইস্পাহানি বাজার সংলগ্ন ডকইয়ার্ডে এ সভার আয়োজন করা হয়।
বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব মশিউর রহমান মশুর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান এম.জি. মাসুম রাসেল। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন মীর্জা জনি ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু। সভা শেষে ৯টি ওয়ার্ড পদপ্রার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।