দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে বিদ্যমান নকশায় কদমরসুল সেতুর দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘৫নং ঘাটস্থ শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নে নাগরিক আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এস. এম. আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, সৈয়দ গোলাম রসুল, মো. মাঈন উদ্দিন মানিক, অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম শিপলু, মো. আল-আমিন, হাজী শাকিল, ডা. মো. ফারুক হোসেন, নাছির আহম্মদ, কাজী সুজন, সুলতান খান, মো. আলমগীর, অ্যাডভোকেট মো. আশিকুজ্জামান, হাবিবুর হাসান, এস. কে. মামুন, মো. হাবিব, মো. আব্দুল ওহাব, গোলাম মোর্শেদ, মো. হানিফ হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বন্দর থানার প্রায় ছয় লাখ বাসিন্দা ও পাঁচ লাখ ভোটারের দীর্ঘদিনের দাবি শীতলক্ষ্যা নদীর ওপর একটি পূর্ণাঙ্গ সেতু নির্মাণ, যা বন্দর ও সদরকে সংযুক্ত করবে। যুগের পর যুগ ধরে ঝড়-বৃষ্টি ও নানা প্রতিকূলতার মধ্যে নদী পার হয়ে বন্দরবাসীকে নাগরিক সেবা গ্রহণ করতে হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো একটি স্থায়ী সেতু নির্মাণ হয়নি।
তারা আরও দাবি করেন, ৫নং ঘাট দিয়ে সেতু নির্মাণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। অথচ শহরের ফুটপাত দখল করে ব্যবসা করা একটি গোষ্ঠী যানজটের অজুহাতে এ প্রকল্পের বিরোধিতা করছে, যা বন্দরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞাসূচক ও ষড়যন্ত্রমূলক। মূলত অবৈধ অটো, সিএনজি, ট্রাক ও বাস স্ট্যান্ড এবং রেলগেট এলাকায় রেল ক্রসিংই শহরের যানজটের প্রধান কারণ। এসব অপসারণ এবং ওভার-আন্ডারপাস নির্মাণের মাধ্যমেই যানজট নিরসন সম্ভব।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন প্রকল্পের বিদ্যমান নকশা পরিবর্তন না করে দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।
নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘প্রকল্পটির ওয়ার্ক অর্ডার ইতোমধ্যে হয়ে গেছে। তবে কিছু জমি সংক্রান্ত জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা যাবে।’