দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে ইয়াবাসহ এক নারী ও ইয়াবা ব্যবসায়ী লিটনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় শুক্রবার বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে ২২ আগস্ট ভোরে এসআই (নিঃ) আব্দুল মোতালিব ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ স্বল্পেরচক চিতাশাল এলাকার মোঃ বাদল গাজীর ৪র্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালান। অভিযানে পালানোর চেষ্টা করলে পুলিশ শারমীন আক্তার (২৭) ও মোঃ লিটন মিয়াকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত শারমীনের দেহ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং লিটনের বাসার শো-পিস থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম) উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা পুলিশ ও যৌথ বাহিনী সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।
হহহপরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় এসআই আব্দুল মোতালিব ভূঁইয়া বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেন। মামলার নাম্বার ৩৪(৮)২৫ইং।