দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬ সালের সহ-সভাপতি পদপ্রার্থী থেকে সরে দাড়ালেন মহানগর বিএনপির সদস্য এ্যাড. আনিছুর রহমান মোল্লা। সেই সাথে সরকার হুমায়ন-আনোয়ার প্যানেলকে সমর্থন জানিয়ে তাদের পক্ষে নির্বাচনী প্রচারোনায় অংশ গ্রহন করার ঘোষনা দেন।
শনিবার (২৩ আগষ্ট) বিকেল ৫টায় জেলা পরিষদস্থ নিউক্লিয়াস স্কুল সংলগ্ন তার ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মোহাম্মদ আনিছুর রহমান মোল্লা নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২৬ সালের রেজা-গালিব প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী। আমি ১৯৯১ সাল থেকে ছাত্রদলের রাজনীতি পরবর্তীতে মূল দল বিএনপির রাজনীতি করেছি এবং ২০০৩ সাল থেকে নারায়ণগঞ্জ জেলায় আইন পেশায় নিযুক্ত হয়েছি। ২০০৩ সাল এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার একজন সদস্য এবং আমি দীর্ঘ ২২ বৎসর যাবত আইনজীবী ফোরামের পক্ষে আইনজীবী সমিতির প্রতিটি নির্বাচনে ভূমিকা রাখার চেষ্টা করেছি।
এছাড়াও আমি বিগত পতিত ফ্যাসিবাদ সরকারের সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ফতুল্লা, সোনারগাঁও থানার হয়রানী মূলক রাজনীতি মামলায় দলীয় নেতাকর্মী গ্রেফতার হলে বিনা পারিশ্রমিকে আইনী সেবা দিয়ে এসেছি।যেকারনে দিনের বেলায় আদালতে আইনী সেবা দিয়ে রাতের বেলায় লুকিয়ে থাকতে হয়েছে আমাকে। আমি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২০২৬ সালের নির্বাচনে আদালত পাড়ায় বিভিন্ন প্রকার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য নিজেকে ভোটারের কাছে উপস্থাপন করি।
দলের নেতাদের নির্দেশে আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে আনিছ মোল্লা বলেন, আমি মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ শাখার সদস্য আর আমার প্যানেল যেহেতু আইনজীবি ফোরামের বিরুদ্ধে নির্বাচন করছে তাই আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা এড.জিয়ারউর রহমান, এড. আব্দুল্লাহ্ আল মাহাবুব, এড. মোহাম্মদ আলী আমাকে মোবাইলের মাধ্যমে দলীয় ফোরামের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
এ বিষয়টি নিয়ে স্থানীয় মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট আব্দুল আল ইউসুফ খান টিপু সহ সকলের সাথে আলাপ আলোচনা শেষে আমার প্রানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলের স্বার্থে আমি আইনজীবী নির্বাচন ২০২৫-২০২৬ সালের আমার সহ-সভাপতি পদের প্রার্থীতা হতে সরে দাড়ালাম। সেই সাথে আমি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে আইনজীবী ফোরামে নীল প্যানেল এর ১৭ জন প্রার্থীর বিজয় কামনা করছি। আগামীকাল থেকে আমি আমার নীল প্যানেলের পক্ষে প্রচারনায় অংশ গ্রহণ করিব।
তিনি আরও বলেন, আমি যেহেতু আমি বিএনপি করি এবং বর্তমান মহানগর বিএনপির আহবায়কের কমিটির একজন সদস্য। তাই আমি আমার দলের বিরুদ্ধে গিয়ে কোন সাংঘর্ষিক কাজ করবো না যাতে দলের বদনাম হয়।দলের সিদ্বান্তে আমি আমার প্রার্থীতার পদ থেকে সরে দাঁড়িয়েছি। তার জন্য আমার প্যানেলের সকলের কাছে অনুরোধ করবো আপনেরা মন খারাপ করবেন না এবং যাদের অনুপ্রেরণা আমার ভোটার তাদের কাছে অনুরোধ করবো আপনারা কষ্ট নিবেন না। আমার এই সিদ্ধান্তে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।