দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার ভুইঘরে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে গাড়ী মেরামত করার একটি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপটের অভিযোগ পাওয়া গেছে।
এ সময় হামলাকারীরা এনামুল হক মামুন (৪৪) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
বুধবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফতুল্লা থানার ভুইঘর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার এনামুল হক মামুন বাদী হয়ে ভুইঘরের মৃত মিয়াজ উদ্দিনের পুত্র কিয়াম উদ্দিন,আবুল কালামের পুত্র মোঃ আলম,মৃত নাছির উদ্দিন মাহমুদের পুত্র দোলন মাহমুদ,মৃত বুদ্দার পুত্র আশাবুদ্দিন ও সামছুদ্দিন নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ৭/৮ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুইঘর বাসস্ট্যান্ড সংলগ্ন বাদীর মালিকানাধীন জমিতে গাড়ী মেরামত করার একটি গ্যারেজ ভাড়া দিয়েছে এবং সেখানে নির্মান কাজ করাচ্ছে।গত কয়েকদিন ধরে হামলাকারীরা তার নিকট এসে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো।সে তাদের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বুধবার সকাল ৯টার দিকে হামলাকারীরা সদলবলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার গ্যারেজে এসে তার উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
এ সময় হামলাকারীরা গ্যারেজে ভাংচুর সহ গ্যারেজে থাকা ৭ টি গাড়ীর ব্যাটারী,যন্ত্রাংশ এবং তার হাতে থাকা মোবাইল ফোন,স্বর্নের আংটি ও গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে যায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।