দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ পুলিশের আয়োজনে বিট পুলিশিং ডিজিটাল মনিটরিং সিস্টেম (বিপিডিএমএস) সফটওয়্যার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) মহোদয় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন।
কর্মশালাটি জেলা পুলিশ নারায়ণগঞ্জের সকল অফিসার দুই দিনের ৪টি সেশনে নতুন এ সফটওয়্যার এর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করা হবে। ৪ মে ২টি সেশনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
৫ মে আরো ২টি সেশনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হবে। ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের তত্ত্বাবধানে সফটওয়্যার প্রশিক্ষকগণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।