দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার মাসদাইর কেতাবনগরে জুট সন্ত্রাসী মেজর পারভেজ বাহিনীর হামলার ঘটনায় পৃথক অভিযানে দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো জুট সন্ত্রাসী মেজর পারভেজ ও পাভেল।
এর আগে গত ২৩ মার্চ দুপুরে জুট সেক্টরকে কেন্দ্র করে মেজর পারভেজ বাহিনীর হামলার ২/৩ জন আহত হয়।
এ বিষয়ে মিজানুর রহমান মিজান ফতুল্লা মডেল থানায় পারভেজগংদের বিরুদ্ধে একটি লিখিভ অভিযোগ দায়ের করেন।
আর এই অভিযোগের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে ফতুল্লা থানা পুলিশ।ধারাবাহিক পৃথক অভিযানে প্রথমে আটক করা হয় মেজর পারভেজ ও পাভেলকে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিবরনে স্থানীয়রা জানান, মিজানুর রহমান কেতাবনগরে অবস্থিত মাস্টার গার্মেন্টস থেকে নিয়মিতভাবে জুট সংগ্রহ করে আসছে।
গত ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে মিজান সেই গার্মেন্টস থেকে মালামাল সংগ্রহ করতে গেলে উত্তর মাসদাইর এলাকার সাইদুল ভুইয়ার ছেলে পারভেজ দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় মিজান ও তার লোকদের উপর। পারভেজগংদের হামলায় মিজানসহ তার সাথে থাকা কয়েকজন যুবক গুরুতর আহত হয়। সে সময় পারভেজ বাহিনীর হামলায় পারভেজও আহত হয়।
এদিকে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পারভেজ চিকিৎসা নিয়ে ঐদিন দুপুরে পারভেজ বাহিনীর অন্যতম সদস্য শামীমকে দিয়ে ফতুল্লা মডেল থানায় মিজানের বিরুদ্ধে একটি উল্টো অভিযোগ দায়ের করেন।
পারভেজ বাহিনীর প্রধান সেনাপতি পারভেজ সর্ম্পকে মিজান বলেন, ইতিপুর্বে বেশ কয়েকবার একই গার্মেন্টস এর সামনে পারভেজ তার বাহিনী নিয়ে এরুপ ঘটনা ঘটিয়েছে। যার কারনে আমি এর আগে ২/৩টি লিখিত অভিযোগও করেছি ফতুল্লা মডেল থানায়।