দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরন করা হয়।
শনিবার (৫ জুন) উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল ইসলাম প্রধানের উদ্যোগে কাচপুর পুরান বাজারে এই আয়োজন করা হয়।
এ সময় রান্না করা খাবার বিতরন অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। দেশের কান্তিলগ্নে তিনি দেশ ও জনগণের পাশে থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের অসহায় মানুষের হৃদয়ে স্থান নিয়ে অমর হয়ে আছেন। সুতরাং এই সরকার যতই চেষ্টা করুক কখনই এদেশের মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা নাসিরুদ্দিন, জুয়েল, আরমান, সাদ্দাম, রিদয়, পারবেজ, সম্রাট, আকাশ, রাকিব, সাকিব, রায়হান, ওমর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।