দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে ফেইজবুক ম্যাসেঞ্জার গ্রুপে ভাইরালের ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৭)২১।
তবে এ ঘটনায় অভিযুক্ত লম্পট তারেককে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান গনমাধ্যমকে জানান, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তারেক বিভিন্ন সময়ে একই এলাকার এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের ও বাসার ভিতরে কাজ করার বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে।
পরে গত ২৫ জুন রাত ১টা ৩৬ মিনিটে নাদিম আইডি থেকে ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে সম্মানহানী করে।
এ ব্যাপারে ভ’ক্তভোগী গৃহবধূ তারেকসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আমরা অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে।