দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ বন্দরে মাহমুদনগর এলাকায় গরুকে কেন্দ্র করে দু’দফায় বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় একটি গরু ও স্বর্ণকার সহ বিভিন্ন মূল্যবানসামগ্রী লুট করে নিয়ে যায়।
শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাহমুদনগর এলাকার শহিদ মিয়ার স্ত্রী জিয়াসমিন বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, মাহমুদনগর এলাকার মজিদ মিয়ার ছেলে আহসান উল্লাহ, আহসান মিয়ার স্ত্রী শিউলী, মেয়ে ফারিয়া ও মারিয়া, বসু মিয়ার মেয়ে ময়না, আব্দুল মজিদ মিয়ার ছেলে আলেনুর।
ভুক্তভোগী জিয়াসমিন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে উল্লেখকৃত বিবাদীদের সাথে গরু নিয়ে আমাদের বাড়িতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকল বিবাদীরা মিলে আমাকে মারধর করলে আমার ছেলে জাহিদ ও হাসান এগিয়ে আসলে তাদেরও উপর হামলা চালায়। পরে ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
ঘটনায় বন্দর থানায় আমি লিখিত অভিযোগ করি। কিন্তু অভিযোগ করার খবর শুনে ফের আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে ভাংচুর করে। এবং আমার স্বামীর ডান হাতে আঘাত করে ভেঙ্গে ফেলে। পরে একটি গরু ও স্বর্ণের চেইন নিয়ে যায়।