দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ছয়জন। তাদের মধ্যে সোনারগাঁ উপজেলার তিনজন, বন্দরে দুই এবং সিটি করপোরেশন এলাকার একজন রয়েছেন।
রোবাবর (৮ আগস্ট) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। তাদের মধ্যে আড়াইহাজারে ১৪, বন্দরে ২১, এনসিসি এলাকায় ৬৮, রূপগঞ্জে ২৮, সদরে ৩৭ এবং সোনারগাঁওয়ে ৯ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৩ জনের।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, সার্বিকভাবে নারায়ণগঞ্জের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মাঠ পর্যায়ে প্রচুর করোনা রোগী। যারা নমুনা দিতে আসছেন তাদের মধ্যে ৩০ ভাগেরই করোনা পজিটিভ আসছে।