দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় শোক দিবসে জাতির পিতার স্বরণে আলোচনা সভা ও নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৮ আগস্ট বুধবার বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.ইউসুফ দেওয়ান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.মানিক,নোয়াগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আবদুল বাতেন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,বারদী ইউনিয়ন আ.লীগ নেতা মো.আসাদুজ্জামান আসাদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো,শাকিব হাসান,মো.নেহাল উদ্দিন,মো.হালিম মিয়া,মো.রিপন ভুঁইয়া,মো.আনোয়ার হোসেন,মো.বাহাউদ্দীন মিয়া,মো.মোস্তফা ভূইয়া,মো,নজরুল ইসলাম প্রমূখ।
এসময় নোয়াগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্যে সবাই দোয়া করবেন। এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তায়ালা যেন সুস্থ রাখেন।