দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় বাস চাপায় দুই পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা(৫০), একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২) পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেনের মেয়ে সিনথিয়ার সাথে পিরোজপুর গ্রামে মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর নববধু সিনথিয়ার সঙ্গে বর আল আমিনের বাড়িতে অতিথি হয়ে আসেন তারা৷
সম্পর্কে তারা সিনথিয়ার নানী ও দাদী। শনিবার সকালে বরের বাড়ি থেকে পাশ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে দেখা করতে যান। দেখা করা শেষে পুনরায় নববধু সিনথিয়ার বরের বাড়িতে ফেরার পথে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পারাপারের সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন (এসি) ঢাকা মেট্রো-ব, ১২-০৭৭৫ গাড়ি চাপায় দুজনেই ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যান।
ঘটনাস্থলে কাঁচপুর হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসএম হাসান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। যার নং এশিয়া এয়ারকন ঢাকা মেট্রো-ব, ১২-০৭৭৫, লাশ দুটি কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেন।