দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আড়াইহাজারে পুকুরে ডুবে তানিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগ্রাম এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তানিয়া ওই গ্রামের পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীর জানান, বিকেলে বাড়ির পাশের পুকুরে নৌকা নিয়ে ঘুরতে যায় ভাইবোন। এ সময় তানিয়া নৌকা থেকে পুকুরে পড়ে যায়। তার ভাই বাড়িতে এসে এসে বিষয়টি জানায়। পরে প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।