দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গত শনিবার সন্ধ্যায় অভিযান চালায় র্যাব-১১ এর সদস্যরা ।
এসময় র্যাব সদস্যরা একটি প্রাইভেট কার ও একটি মিনি কভার্ডভ্যানে অভিযান চালিয়ে ২হাজার ৩‘শ ৯৭ ক্যান বিয়ার ও ৪‘শ ৩৩ বোতল বিদেশী মদসহ ৪শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
জব্দ করে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি। এই ঘটনায় র্যাব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সদস্যরা অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা রাজধানী ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ২ হাজার ৩‘শ ৯৭ ক্যান বিয়ার ও ৪‘শ ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
গ্রেফতার করে মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন, মোঃ ওয়াসিম, মোঃ সুজন ও মোঃ আলালকে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানযোগে বিয়ায় ও বিদেশী মদ নিয়ে নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।
এসময় র্যাব সদস্যরা মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার আইলাতুলি এলাকার মৃত আঃ গনির ছেলে, মোঃ ওয়াসিম শেরপুর জেলার সদর উপজেলার দুছুরা ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে, মোঃ সুজন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার মোঃ মজিদের ছেলে ও মোঃ আলাল রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রোববার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।