দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামে এ ঘটনা ঘটে
আহতদের মধ্যে দুজনকে ঢাকায় ও ছয়জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ফাতেমা, এনামুল, আতাবুর, সোহরাব, জাহিদ, ইফসুফ, আছমা, সেলিম, রেহেনা, কাউছার, বুলবুল, রোকসানা, নরুল আমিন ও ইমন।
স্থানীয়রা জানান, মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাউছার ও দশম শ্রেণির শিক্ষার্থী ইফসুফের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিতণ্ডা হয়। এর জের ধরে রোববার কাউছার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের গ্রাম খিরদাসাদী আসলে ইফসুফ তার স্বজনদের নিয়ে মারধর করে। এ খবর কাউছারের বাড়ির লোকজন জানতে পারলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।