দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শতবর্ষে জাতির পিতা,সুবর্ণে স্বাধীনতা,অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ ও ‘মুজিববর্ষে আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’এই দুইটি প্রতিপাদ্যে নারায়াণগঞ্জ জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০২১।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে নারায়াণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বইনাঢ্য র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে পুলিশ সুপার কার্যালয় হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে জেলা প্রশাসকের কার্যালয় এসে সমাপ্ত করে।
পরে অভিবাসন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতারিত বিদেশ ফেরত অভিবাসী ও পরিবারদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃশামীম বেপারী।
অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার,মানবকল্যান পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, সরকারি উদ্বতন কর্মকর্তা সহ সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থার লোকেরা।