দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ‘মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবে সকল ভাতা’এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যান পরিষদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে এবং সরকারি ভাতা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আজ পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২২। এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবে সকল ভাতা’।আর তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়।
তাই দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যান পরিষদ একটি র্যালী বের করে।র্যালীতে অংশ গ্রহন করে সমাজসেবা অধিদপ্তর,ইলেক্টিশিয়ান কল্যান সমিতি নারায়ণগঞ্জ,সিডিপি, রামঠাকুর অনাথালয়,প্রকল্প সমন্বয় পরিষদ সহ বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন।পরে জেলা প্রশাসককের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃআসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যান পরিষদের উপদেষ্টা দীল মোহাম্মদ দীলু,সভাপতি রতন হোসেন সাদ,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক কাজী শাহিন,সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ,অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম বাপ্পি,সদস্য মোঃআনোয়ার হোসেন অনু,সমন্বয় পরিষদের সভাপতি সামসুজামান ভাসানী,শহর সমাজ সেবা কর্মকর্তা একেএম সাইফুল ইসলাম সহ বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।