দাম কমানোর পর ১২ দিন যেতে না যেতেই বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বাড়লো। এবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নয়, বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২২ ও ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে এবার রুপার দাম বাড়ানো হয়নি।
আজ ৬ ডিসেম্বর থেকে বাজুস কর্তৃক নির্ধারিত স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫৪ হাজার ৫২৯ টাকায় বিক্রি হবে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম হবে প্রতি ভরি ৫২ হাজার ১৯৬ টাকা। বর্তমানে বাজারে ২১ ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে ৫১ হাজার ৩০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৪৭ হাজার ১৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে প্রতি ভরি ২৭ হাজার ৯৯৩ টাকা। এবার রুপার দাম অপরিবর্তিত রয়েছে।