দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহরের অন্যতম প্রান কেন্দ্র চাষাড়া শহীদ মিনার। এই শহীদ মিনারকে কেন্দ্র করে তার আশেপাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছে শতাধিকের উপর ফাস্টফুড,চা ও কাপড়ের দোকান এবং অবৈধ সিএনজি,ইজিবাইক স্ট্যান্ড। এতে মানুষের চলাচল ও যানজটের ভোগান্তির শিকার হতে হচ্ছে। মানুষের এই ভোগান্তির দূর করতে এবং ফুটপাত মুক্ত করতে মাঠে নিজেই নেমেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসাদ ইনচার্জ মোঃ শাহাজামান।
শুক্রবার(১১ মার্চ)সন্ধ্যায় চাষাড়া ও তার আশেপাশে ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকান ও হকার মুক্ত করতে মাঠে নামেন সদর ওসি।
এসময় সদর ওসি শাহাজামান,ওসি (অপারেশন) সুজন,ওসি(তদন্ত) আজিজুল হাওলাদার চাষাড়ার পাশে অবৈধভাবে ফুটপাতের জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন মুখরোচক ফাস্টফুড খাবারের দোকান,চায়ের দোকান সহ কাপড়ের দোকানগুলো উচ্ছেদ করে। সেই সাথে ভবিষ্যতে আর যেনো শহীদ মিনারের আশেপাশে এই দোকান বসানো না হয় তার জন্য কড়াভাবে শাসান সদর ওসি শাহাজামান। দোকান উচ্ছেদের পাশাপাশি মিনারের আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করেন ওসি।
উচ্ছেদের পর সাংবাদিকদের সদর ওসি মোঃ শাহাজামান বলেন,আমি যতদিন নারায়ণগঞ্জ সদরে ওসির দায়িত্ব পালন করবো ততদিন আমার এই অভিযান অব্যাহত থাকবে। এই শহরকে মার্জিত,পরিষ্কার করার জন্য আমি ওসি হিসেবে না রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দায়িত্ব এই শহরকে পরিষ্কার রাখা। আমি ওসি হিসেবে দায়িত্বপালন তো করবোই সেই সাথে একজন সাধারণ মানুষ হিসেবে চাষাড়া সহ এই শহরকে দৃষ্টিনন্দন,মার্জিত ও পরিষ্কার শহর হিসেবে ঘোষনা করার জন্য যত অভিযান করা দরকার ইনশাআল্লাহ করবো।তার জন্য আমি নারায়ণগঞ্জ শহরের জনগনের সর্বস্তরের সহযোগিতা কামনা করবো।
আপনাদের অভিযান পরিচালনার পর আবার এই ফুটপাত দখল করে বসে দোকানিরা সেক্ষেত্রে আপনেরা কি করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শাহাজামান আরো বলেন,পৃথিবীর মানুষ সবাই সমান না ঠিক তেমনে আমাদের দৃষ্টিভঙ্গি সবার সমান না। আজকের আমাদের এই অভিযানের পর সবার ঐকান্তিক সহযোগিতায় এই শহরের ফুটপাতকে হকার মুক্ত করবো।