দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে জহিরুল ইসলাম (৪১) নামের এক ব্যবসায়ীকে অপহরন করার অভিযোগ উঠেছ। এ সময় তার কাছে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী জহিরুল বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, জহিরুল পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার জহিরুল মোগরাপাড়া চৌরাস্তার একটি ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা তুলে সিএনজি করে মেঘনা বাসষ্ঠ্যান্ড যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দি এলাকায় একটি প্রাইভেটকার তার সিএনজির গতি রোধ করে। এ সময় ৫ জন ব্যক্তি ডিবি পুলিশের পোষাক পড়ে গাড়ি থেকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী জহিরুলকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকার তুলে নিয়ে যায়।
তারপর তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন আর ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা সব টাকা ছিনিয়ে নিয়ে তাকে জামপুর বস্তল এলাকায় অচেতন অবস্থায় ফেলে যায় চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে একটি বে-সরকারী ক্লিনিকে ভর্তি করে। এঘটনায় জহিরুল সুস্থ হয়ে আজ শুক্রবার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, যেহেতু দিন-দুপুরের ঘটনা ছিনতাইকারীরা পার পাবে না। মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আছে, ছিনতাইকারীদের ধরতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।