বন্দর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বন্দর উপজেলা ও থানা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ মে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত ই খুদা জুয়েল।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি তথা বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ সচেতনতা মুলক বক্তব্য দেন বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত ই খুদা বলেন,আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই কোন মতেই ইফটিজিং বরদাসত করা হবেনা। প্রয়োজনে তোমরা সরকারের জরুরী সেবা ৯৯৯ কিংবা ৩৩৩ ফোন দিবে। সঙ্গে সঙ্গে ওই ইফটিজারদের বিরোদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করব। আগামী সপ্তাহের মধ্যেই ইফটিজারদের বিরোদ্ধে আমরা মাঠে নামছি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্কুল চলাকালিন সময়ে উত্যক্ত করলেই জেল জরিমানা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমাঈল হোসেন, শিক্ষক প্রতিনিধি ইকবাল হোসেন,অভিভাবক সদস্য সামসুল হাসান খান পরশসহ গন্যমান্য ব্যাক্তি ও অভিভাবকবৃন্দ।