দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সহসভাপতি দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে। নিহত দৌলত মেম্বার সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৬ জুন) রাত পৌনে ১১টার দিকে গোগনগর ব্রিজের সামনে। সেখানেই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরন করা হয়। ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার একাধিক বিষয়ে নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়। এক পক্ষে ছিলেন প্যানেল চেয়ারম্যান রুবেল আহমেদের ভাই রবিন ও অপর পক্ষে ছিলেন লুৎফর রহমান। ওই সময় দুই পক্ষের মধ্যে মারামারিতে কয়েকজন হাসপাতালে ভর্তি হন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। তারই সূত্র ধরে রোববার রাতে গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারের গতিরোধ করে কয়েকজন সন্ত্রাসী। পরে তারা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।