দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঝুট সেক্টর দখল করতে ব্যবসায়ী তরিকুল ইসলামের উপর হামলার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফাহিম গং’দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (২ আগষ্ট) ফতুল্লা মডেল থানায় আহত তরিকুল ইসলাম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ শাসনগাঁয়ে বাড়ির পাশের এক গার্মেন্টস থেকে জুট ক্রয় করে নিজ ব্যবসা পরিচালনা করে আসছিলো তরিকুল ইসলাম। কিন্তু হঠাৎ স্থানীয় সেলিম দেওয়ানের ছেলে ফাহিম (২৩) সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপচেষ্টা করে তার ব্যবসায় বাধাঁ প্রদান করে। এতে তরিকুল তাদের বেশ কয়েকবার তাদের বোঝানোর চেষ্টা করলেও ফাহিম ও তার কিশোর গ্যাং এর অজ্ঞাত নামা ৮/১০ জন সহযোগী তাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালি গালাজ সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এরই ধারাবাহিকতায় গত ২ আগষ্ট সোমবার দুপুরে উল্লেখিত গার্মেন্টস থেকে বরাবরের মতো জুট নামাতে গেলে ফাহিম সহ তার কিশোর গ্যাং এর অজ্ঞাত নামা ৮/১০ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্রে সু-সজ্জিত হয়ে আচমকা তরিকুল ইসলামের উপর আক্রমন করে এবং এলো পাথাড় কিল, ঘুষি ও লাথি মেরে তরিকুলের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও রক্তাক্ত জখম করে। এসময় ফাহিম হত্যা করার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার ছুড়ি দিয়ে তরিকুলকে এলোপাথারি পোচাইলে তার আতৎচিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে ব্যর্থ হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি প্রদান করে সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা আহত তরিকুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে যায়।
এ বিষয়ে আহত তরিকুল ইসলাম বলেন, সারা দেশে কিশোর গ্যাং এখন এক আতঙ্কের নাম। ফাহিম এলাকায় কিশোর গ্যাং এর লিডার। এছাড়াও এলাকায় দীর্ঘদিন যাবত ফাহিম ও তার সহোযোগিরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার যুব সমাজকে ধ্বংস করছে।
বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশে এখন বড় সমস্যা হচ্ছে ‘কিশোর গ্যাং’। এসব কিশোর গ্যাং বেশির ভাগ মাদক ব্যবসা ও সেবনে জড়িত। পরিবারকে জানতে হবে তার ছেলে বা মেয়ে কার সঙ্গে মেশে, কখন কী করে, কোথায় যায়; এটা প্যারেন্টাল কন্ট্রোল (পিতা-মাতার দায়িত্ব)। সন্তান জন্ম দিলে দায়-দায়িত্ব বাবা-মাকে নিতেই হবে। দায়িত্ব নেবেন না, তবে জন্ম দিয়েছেন কেন? এটি বাবা-মার সামাজিক, নৈতিক ও ধর্মীয় দায়িত্ব বটে।