দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অকারণে ঝগড়া বিবাদ ও পিতাকে মানসিকভাবে নির্যাতনের কারণে সৎ মায়ের বিরুদ্ধে ফতুল্লায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলে। শুক্রবার (২১ অক্টোবর) রাতে এ অভিযোগ দায়ের করা হয়।
ফতুল্লার শিয়াচর হাজি বাড়ির মোঃ ইলিয়াস মাতাব্বরের ছেলে ইমতিয়াজ হাসান জামিন অভিযোগে উল্লেখ করেন, বিবাদী ফাতেমা বেগম লাইলী তার পিতার ৩য় স্ত্রী। বিগত ২০০৭ সালে বিবাদীনিকে আমার পিতা বিবাহ করিয়াছিল। এরপর হইতে বিবাদীনি বিভিন্ন সময়ে সাংসারিক বিভিন্ন বিষয়াদী নিয়া ঝগড়া বিবাদ করিয়া আমার পিতাকে মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছিল।
উক্ত বিবাদীনি আমার পিতার সহিত বিভিন্ন কারণে অকারণে খারাপ আচরণ সহ ঝগড়া বিবাদ করায় আমার বৃদ্ধ পিতা মোঃ ইলিয়াস মাতাব্বর বিবাদীর সহিত বসবাস করিতে খুবই কষ্টসাধ্য হওয়ায় বর্তমানে আমার পিতা গত এক মাস যাবৎ আমাদের অন্য বাড়িতে আলাদা বসবাস করিতেছে। এই বিষয়ে আমিসহ আমার পরিবারের লোকজন স্থানীয়ভাবে মীমাংসার লক্ষ্যে বিচার শালিসের আয়োজন করার ইচ্ছা পোষণ করিলে, বিবাদী আমাদের কথায় কোনরূপ তোয়াক্কা না করে উল্টো বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ মিথ্যা মামলা দিয়া আমাদেরকে হাজত খাটাইবে বলিয়া হুমকি ধামকি দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ৩টায় উক্ত বিবাদীনি আমার পিতাকে সহ আমাকে এবং আমার পরিবারের লোকজনদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বাড়ির ২য় তলা (বিবাদীনির বসত কক্ষের) সামনের বারান্দার পর্দায় অগ্নি সংযোগ করিয়া আগুন আগুন বলিয়া চিকৎকার করিতে থাকে। বিবাদীর চিৎকার শুনিয়া আমার বাড়ির ভাড়াটিয়ারা (সাক্ষীরা) ঘুম হইতে উঠিয়া বিবাদীনির বসত কক্ষে (ঘটনাস্থলে) গেলে, আমি ও আমার পরিবারের লোকজন তাহাকে আগুনে পুড়িয়া মারতে চাই মর্মে আমাদের নামে মিথ্যা অপবাদ দিতে থাকে।
বিষয়টি আমার বাড়ির ভাড়াটিয়ারা আমাকে ফোন করিয়া অবহিত করিল, আমি বিবাদীনির বসবাসকৃত (আমাদের বর্ণিত) ঠিকানার বাড়িতে আসিলে বিবাদী আমাকে ও আমার পিতাসহ আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসাইয়া দিবে বলিয়া হুমকি দিতে থাকে। আমার বাড়ির ভাড়াটিয়াসহ স্থানীয় লোকজনদের নিকটে ঘটনার বিষয় জিজ্ঞাসা করলে তারা জানায় যে, উক্ত বাড়িতে বর্ণিত সময়ে কাউকে আসতে কিংবা যাইতে দেখে নাই।
উল্লেখিত বিবাদীনি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে মিথ্যা মমলায় ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে বিবাদীনি এরূপ কার্যক্রম করিয়াছে। উক্ত বিবাদীনি পূর্বে বহুবার এরূপ কার্যক্রম করিয়াছে। বিবাদীর এহেন কার্যকলাপের কারণে আমি, আমার পিতা ও আমার পরিবারের লোকজন খুবই নিরাপত্তাহীনতায় ভূগিতেছি।