বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে ভূল চিকিৎসা স্থানীয় কাউন্সিলর সামছুজোহার মা জাহানারা বেগম (৭৫) মৃত্যু বরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ অক্টোবর) ভোরে বন্দর থানার মদনপুরস্থ বারাকা হাসপাতালে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা জাহানারা বেগম বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার মৃত ছিদ্দিক মাষ্টারের স্ত্রী। ডাক্তারের ভূল চিকিৎসায় স্থানীয় কাউন্সিলের মা নিহতের ঘটনায় তার স্বজনরা প্রতিবাদ করলে ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে নিহত রোগী আত্মীয় স্বজনদের উপর অর্তকিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিদের ধারালো অস্ত্রের আঘাতে কাউন্সিলরের ভাই জাহাঙ্গীর আলম (৪০) রায়হান (৩৮) জহির (৪০) আরমগীর (৩৮) সাজু (৩৬) সাহাদাত (৩৯) ও রিপন (৪২)সহ ১০/১৫ জন রক্তাক্ত জখম হয়। আহতদের মধ্যে মারাত্মক জখম অবস্থায় জাহাঙ্গীর আলম ও রায়হানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করেছে বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজোহা মা জাহানারা বেগম পা পিছলি পরে গিয়ে মাথার জখম হয়। পরে আহতের স্বজনরা তাকে জখম অবস্থায় উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতাল নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগী স্বজনদের জানায় তার অবস্থা খুব খারাপ তাকে দ্রুত আইসিওতে নিতে হবে বলে রোগী নিয়ে তারা আইসিওতে চলে যায়।
পরে উল্লেখিত হাসপাতালের চিকিৎসক রোগীর আত্মীয় স্বজনদের না জানিয়ে রাতারাতি অপারেশন করে। ভূল চিকিৎসা করার কারনে শনিবার ভোরে কাউন্সিলরের মা জাহানারা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্সিলরের মোবাইল ফোনের মাধ্যমে তার মায়ের মৃত্যুর বিষয়টি কাউন্সিলরের বড় ভাই জাকিরকে জানালে খবর পেয়ে ওই সময় কাউন্সিলরসহ তার আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে এ ঘটনার প্রতিবাদ করলে ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ বহিরাগত সন্ত্র্রাসীদের দিয়ে কাউন্সিলরের বড় ভাইসহ ১০/১৫ জনকে বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে রোগীর রিলিস করার নগদ ৯৫ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ হাবিবুর রহমান জানান, ভূল চিকিৎসা রোগী মৃত্যু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় মদনপুর ও রামনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।