দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎবসমুখর পরিবেশে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির (২০২২-২০২৪ ইং) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি পদে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আহমেদ ও ফয়সাল আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেছেন। মঙ্গলবার ( ১লা নভেম্বর ) ফতুল্লা থানা যুবলীগের অফিসে অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বাদে বাকী সব কয়টি পদে পার্থীরা ইতিপুর্বে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক সোহেল আহমেদ ও খোকন প্রধান এবং সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ফয়সাল আহমেদ এবং মো.জুয়েল হোসেন প্রতিদ্বন্ধিতা করেন। মোট ২০টি ভোটের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে সোহেল আহমেদ ভোট পান ১৩টি আর প্রতিদ্বন্ধী খোকন প্রধান ভোট পান ৫টি। সাংগঠনিক সম্পাদক পদে মো.ফয়সাল আহমেদ ভোট পান ১৩টি,প্রতিদ্বন্ধী মো.জুয়েল হোসেন পান মাত্র ৫টি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো.বিল্লাল হোসেন রবিন। সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন দৈনিক অগ্রবানী পত্রিকার প্রকাশক মো.হারুনুর রশিদ স্বপন চেীধুরী এবং দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক মো.আরিফুজ্জামান আরিফ।
নির্বাচনে মোট ১৯টি ভোট সংগৃহিত হয়। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়। পরে ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ীরা হলেন,সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোলাম সবুজ,সহ-সভাপতি মিল্টন চৌধুরী,যুগ্ম সম্পাদক রনি কুমার দাস,সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক,কোষাধ্যক্ষ মো.আলআমিন চৌধুরী,,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লিজা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রাসেল,দপ্তর সম্পাদক সোনালী আক্তার,কার্যকরী সদস্য উত্তর কুমার সাহা,কামরুল ইসলাম অপু ও হাজি মোতালেব চৌধুরী।