দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে গোল্ডেন প্লাস ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুট নামে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান,বাজার পরিদর্শন কালে উপজেলার কাঁচপুর এলাকার গোল্ডেন প্লাসকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুট নামে আর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসময় সোনারগাঁ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।